কোপা হবে কার ? দেখা যাক কোন গ্রুপে কে !

ফুটবলের মহারণ কোপা আমেরিকা শুরু হতে চলেছে  ৩ জুন ২০১৬  থেকে। ফুটবল ম্যাজিকদের শেয়ানে শেয়ানে লড়াই চলবে ২৬ জুন পর্যন্ত। অংশ নেবে ৪টি গ্রুপ মোট ১৬টি দল। কোপা হবে কার ? তা সময় বলে দেবে, তাঁর আগে জানা যাক কোন গ্রুপে কে, কার জন্য জাগবে নিশি ফুটবলপ্রেমি –

গ্রুপ-এ
আমেরিকা
কলোম্বিয়া
কোস্টারিকা
প্যারাগুয়ে

Read More News

গ্রুপ-বি
ব্রাজিল
ইকুয়েডার
হাইতি
পেরু

গ্রুপ-সি
মেক্সিকো
উরুগুয়ে
জামাইকা
ভেনিজুয়েলা

গ্রুপ-ডি
আর্জেন্টিনা
চিলি
পানামা
বলিভিয়া

আমেরিকার ১০টি শহরে অনুষ্ঠিত হবে ১৬টি দলের খেলা। প্রথম খেলায় মুখোমুখি হবে আয়োজক আমেরিকা ও কলোম্বিয়া। উল্লেখ্য ২০১৫ কোপা চ্যাম্পিয়ন হয়েছিল চিলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *