তুরস্কের রাজধানী আঙ্কারায় অন্তত ২৮ জন প্রাণ হারিয়েছে বোমা বিস্ফোরণে । ৬১ জন আহত হয়েছে।
কর্মকর্তারা বলছেন, সামরিক বাহিনীর গাড়ি পাশ দিয়ে যাওয়ার সময় বোমা বহনকারী একটি গাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়।
পার্লামেন্ট ভবন এবং সেনা সদরদপ্তরে কাছাকাছি এলাকায় এই বিস্ফোরণ ঘটানো হয়।
দেশটির উপ-প্রধানমন্ত্রী বেকির বোযদাগ একে “সন্ত্রাসীদের কাজ” বলে মন্তব্য করেছেন। পুরো শহরের এই বিস্ফোরণের বিকট আওয়াজ শোনা যায়।
হতাহতদের অনেকেই বেসামরিক ব্যক্তি। হামলার দায়িত্ব এখনও কোন পক্ষ স্বীকার করেনি।
Read More News
CoinWan Latest Banlga Newspaper