ব্যাট হাতে সংগ্রহটা খুব বেশি বড় হয়নি। তবে বল হাতে শুরুটা দারুণভাবে করেছে বাংলাদেশ। দ্বিতীয় ওভারেই আরব আমিরাতের ওপেনার মুহাম্মদ কলিমের উইকেট তুলে নিয়েছেন আল-আমিন হোসেন। পঞ্চম ওভারে আরেক ওপেনার রোহান মুস্তফার উইকেটও তুলে নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ১৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ছয় ওভার শেষে আমিরাতের স্কোর: ৩২/২।
প্রথম ওভারেই উইকেটের দেখা পেয়ে যেতে পারত বাংলাদেশ। তাসকিনের দারুণ ডেভিভারিতে পুরোপুরি বিপর্যস্ত হয়ে স্লিপে ক্যাচ দিয়েছিলেন রোহান মুস্তফা। কিন্তু দ্বিতীয় স্লিপে দাঁড়ানো সৌম্য সরকার ক্যাচটা তালুবন্দি করতে পারেননি। তবে প্রথম উইকেটের দেখা পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। দ্বিতীয় ওভারেই কলিমকে আউট করেছেন আল-আমিন। রোহানকে আউট করার আরেকটি সুযোগ এসেছিল চতুর্থ ওভারে। নিজের বলেই দারুণ এক ফিরতি ক্যাচ নিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। কিন্তু শেষমুহূর্তে বলটি মাটি স্পর্শ করায় বেঁচে গিয়েছিলেন রোহান। পরের ওভারে মাশরাফির বলে সেই মুস্তাফিজের হাতেই ক্যাচ দিয়ে ফিরে গেছেন আমিরাতের এই ওপেনার।
Read More News
আর আগে টস হেরে ব্যাট করতে নেমে মোহাম্মদ মিথুনের ৪৭ ও মাহমুদউল্লাহর ৩৬ রানের ইনিংসে ভর করে স্কোরবোর্ডে ১৩৩ রান জমা করেছে বাংলাদেশ।
CoinWan Latest Banlga Newspaper