বিশ্বখ্যাত প্রযুক্তিপণ্য ব্র্যান্ড অ্যাসারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। যুক্তরাষ্ট্রে মেগান ফক্স, ভারতে হৃত্বিক রোশানের পর বাংলাদেশে মিমকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হলো। বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়।
বাংলাদেশে অ্যাসারের পরিবেশক মেঘনা গ্রুপের এক্সিকিউটিভ টেকনোলজিস লিমিটেডের মহাব্যবস্থাপক সালমান আলী খান সংবাদ সম্মেলনে একথা জানান। এসময় মিম এর হাতে অ্যাসারের ব্র্যান্ডের একটি ল্যাপটপ তুলে দেন সালমান আলী।
Read More News
চুক্তি অনুযায়ী আগামী এক বছর অ্যাসারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর থাকবেন মিম। এই সময় তিনি প্রয়োজনীয় ফটোসেশন, টিভি বিজ্ঞাপনসহ এর সব প্রচারণায় অংশ নেবেন হাল সময়ের জনপ্রিয় এই মডেল। একই সঙ্গে আগামী এক বছর তিনি অ্যাসার ছাড়া একই ধরনের প্রযুক্তি প্রতিষ্ঠান অন্য কারো সঙ্গে কাজ করবেন না বা প্রতিনিধিত্ব করবেন না মিম।