বিসিবির শাস্তির ঘরে ক্রিকেটার রুবেল !

সোমবার বিসিবির সভায় গৃহিত একটি সিদ্ধান্তের কথা জানানো হয় যে,বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ২০১৬ সালের ক্রিকেটারদের চুক্তিতে রাখা হয়নি ফাস্ট বোলার রুবেল হোসেনকে।বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান চোট পুনর্বাসনের নির্দেশনা অনুসরণ না করায় তাকে এ শাস্তি দেয়া হয়েছে।

চোট থেকে ফেরার জন্য তাকে যে নির্দেশনা দেয়া হয়েছিল, সেটা সে অনুসরণ করেনি বলে নতুন কেন্দ্রীয় চুক্তিতে আপাতত তাকে রাখা হয়নি বলে তিনি জানান।শুধু রুবেল ছাড়া,আগের সবাই আছে।।
এ তালিকায় শুধুমাত্র রুবেলই বাদ যাননি তালিকার বাইরে রাখা হয়েছে ওপেনার ব্যাটসম্যান আনামুল হক ও ফাস্ট বোলার শফিউল ইসলামকেও।
তাদের ৩ জনের পরিবর্তে চুক্তিতে নেয়া হয়েছে  সৌম্য সরকার, সাব্বির রহমান ও মুস্তাফিজুর রহমানকে। তিনজনই গত এক বছর ধরে বাংলাদেশ ক্রিকেটের সাফল্যে দারুণ অবদান রেখেছেন।
Read More News

২০১৬ সালের  খেলোয়াড়দের তালিকায় যারা চুক্তিবদ্ধ :

তামিম ইকবাল, ইমরুল কায়েস,সৌম্য সরকার,সাব্বির রহমান,মুমিনুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, আরাফাত সানি, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মর্তুজা, আল-আমিন হোসেন,  ও মুস্তাফিজুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *