সঞ্জয় দত্তের জেল থেকে ছাড়া পাওয়ার তারিখ নিয়ে বিভিন্ন মতামতের হিসেব চলছিল জনতার। জানা যাচ্ছিল তাঁকে ৭ ফেব্রুয়ারি মুক্তি দেওয়া হবে ।
সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে যে, ৭ ফেব্রুয়ারি মুক্তির কথা ছিল সঞ্জয় দত্তের। কিন্তু ভালো আচরনের জন্য তাঁর মুক্তির দিন এগিয়ে নিয়ে আসা হয়েছে। ২৫ ফেব্রুয়ারি মানে বৃহষ্পতিবার জেল থেকে মুক্তি পাবেন সঞ্জয় দত্ত।
Read More News
সঞ্জয় দত্তের মুক্তির খবরে খুশি তাঁর ফ্যানেদের থেকে শুরু করে গোটা দেশ। এতটাই খুশি ভক্তরা যে, সেলিব্রেট করার জন্য মুম্বইয়ের একটা রেস্তোরা ‘চিকেন সঞ্জু বাবা’ নামে একটা বিশেষ ডিস আয়োজন করেছে। শুধু তাই নয়। আজ সারাদিন, মানে দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত বিনামূল্যে সেই ডিস সর্বসাধারণকে খাওয়ানোর আয়োজন করেছে।
CoinWan Latest Banlga Newspaper