বলিউড ছেড়ে হলিউডের পথ ধরেছেন প্রিয়াংকা চোপড়া, এ তো বেশ পুরোনো খবর। নতুন খবর হচ্ছে, প্রিয়াংকার প্রথম হলিউডি ছবি ‘বেওয়াচ’ মুক্তি পেতে যাচ্ছে আগামী বছর।
শুক্রবার ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান প্যারামাউন্ট পিকচার্স জানিয়েছে, ২০১৭ সালের ১৯ মে মুক্তি পাবে ‘বেওয়াচ’। এরই মধ্যে ছবিটির দৃশ্যধারণের কাজ বেশ খানিকটা এগিয়েছে। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা আইএএনএস।
প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, মিয়ামি ও সাভান্নাতে ছবিটির দৃশ্যধারণ করা হবে। ১৯৯০-এর দশকের জনপ্রিয় টিভি সিরিজ ‘বেওয়াচ’-এর চলচ্চিত্ররূপ প্রিয়াংকার এই হলিউডি ছবি।
এরই মধ্যে ‘কোয়ান্টিকো’ সিরিয়ালে অভিনয়ের জন্য বেশ প্রশংসিত হয়েছেন প্রিয়াংকা চোপড়া।
Read More News
‘বেওয়াচ’ ছবিতে প্রিয়াংকার সঙ্গে অভিনয় করছেন ‘দ্য রক’ নামে পরিচিত ডায়ান জনসন ও জাক ইফরন। ‘হরিবল বসেস’-এর পরিচালক সেথ গর্ডন ছবিটি পরিচালনা করবেন।
বেওয়াচ টিভি সিরিজের স্রষ্টা বু ফ্লিন, ইভান রেইটম্যান, মাইকেল বার্ক, ডগ শোয়ার্টজ ও গ্রেগ বোনান ছবিটি প্রযোজনা করছেন।
ভারতে ‘বেওয়াচ’ ছবিটি পরিবেশনার দায়িত্ব পেয়েছে ভায়াকম১৮ মোশন পিকচার্স।
সামনেই অস্কার অনুষ্ঠানে সহ-উপস্থাপিকা হিসেবে দেখা যাবে প্রিয়াংকাকে। এ ছাড়া এ বছর ভারতে তাঁর দুটি ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
৪ মার্চ মুক্তি পাবে প্রকাশ ঝা পরিচালিত ‘জয় গঙ্গাজল’ এবং ১১ নভেম্বর মুক্তি পাবে সুজাত সওদাগর পরিচালিত ‘রক অন-২’ ছবিটি।
CoinWan Latest Banlga Newspaper