অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে দেশকে সেমি ফাইনালে তোলার পর গোটা দেশ যখন বিরাটে মত্ত বিরাট কী করছিলেন তখন? টিম ইন্ডিয়ার লকার রুমে এখন এটা নিয়েই জোর জল্পনা। জানা যাচ্ছে, বিরাট নাকি অনুষ্কার সঙ্গে ব্যস্ত ছিলেন ফোনে। তবে কি মিটে গেল মনোমালিন্য? এক বার একসঙ্গে হাতে হাত ধরে হাঁটতে দেখা যাবে তাঁদের?
ঘনিষ্ট সূত্র জানাচ্ছে, ‘‘ওদের কখনই সে ভাবে ব্রেক আপ হয়নি। দু’জন কিছু দিন একে অপরের থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন শুধু। অনুষ্কা এখন খুব ব্যস্ত। ওর আগামী ছবি সুলতানের জন্য খুব পরিশ্রম করছে। দু’জনে কিছু দিন আলাদা থাকা সত্যিই ওদের সাহায্য করেছে।’’
Read More News
ব্রেক-আপ নিয়ে কোনও দিন প্রকাশ্যে মুখ খোলেলনি অনুষ্কা-বিরাটও। যদিও বিচ্ছেদ ধরে নিয়ে বিরাটের দুর্দান্ত ইনিংসের পর অনুষ্কাকে কটাক্ষ করতে ছাড়েনি সোশ্যাল মিডিয়া। আর সেখানেও অনুষ্কার পাশেই দাঁড়িয়েছেন টিম ইন্ডিয়ার নতুন ওয়াল।
CoinWan Latest Banlga Newspaper