ইরানের আরো দু’টি সংস্থার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ বিভাগ। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রতি কথিত সমর্থন দেয়ার অভিযোগে এ নিষেধাজ্ঞা দেয়া হলো। বৃহস্পতিবার ইরানের বিরুদ্ধে নেয়া ওয়াশিংটনের সর্বশেষ এই আইনি পদক্ষেপ ঘোষণা করা হয়। ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে কথিত সহায়তার অভিযোগ ইরানের ১১ কোম্পানি ও ব্যক্তির বিরুদ্ধে একই রকম নিষেধাজ্ঞা আরোপের কয়েক সপ্তাহের মধ্যে এ ঘোষণা দেয়া হলো। সর্বশেষ নিষেধাজ্ঞার জেরে ইরানের শহীদ নুরি ইন্ডাস্ট্রিস এবং শহীদ মোভাহেদ ইন্ডাস্ট্রিসকে আন্তর্জাতিক অর্থনৈতিক তৎপরতা থেকে সরিয়ে দেয়া হলো। আমেরিকার দাবি করছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে জড়িত একটি শিল্পগোষ্ঠীর জন্য কাজ করছে এই দুই কোম্পানি। এ ছাড়া, ইরানের মাহান এয়ারের সঙ্গে ব্যবসা করার জেরে ব্রিটিশ দুই ব্যবসায়ী জেফরি জন জেমস অ্যাশফিন্ড এবং জন এডওয়ার্ড মিডওস’এর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ বিভাগ। আমেরিকা অভিযোগ করছে, বেসরকারি এ যাত্রীবাহী বিমান সংস্থা ইরানের ইসলামি গার্ড বাহিনী বা আইআরজিসি’র অস্ত্র বহন করে এবং একে তহবিলের যোগান দেয়। মার্কিন অর্থ বিভাগের কর্মকর্তা অ্যাডাম জে জুবিন এক বিবৃতিতে দাবি করেন, তার ভাষায়, ইরানের ব্যালিস্টিক কর্মসূচি এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইরানের সমর্থন প্রতিহত করতে নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে সব হাতিয়ারই ব্যবহার করবে আমেরিকা।
Read More News
CoinWan Latest Banlga Newspaper