খোঁড়াখুঁড়িতে গ্যাস লাইন লিকেজ হয়নি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক বলেছেন, গ্যাস লাইনের লিকেজ ছিলো তবে সিটি করপোরেশনের খোঁড়াখুঁড়ির কারণে  হয়নি। তদন্ত করলে বিষয়টি বের হয়ে আসবে।রাজধানীর বনানীর একটি বাড়িতে গ্যাস লিকেজে অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে তিনি েএকথা বলেন।

শুক্রবার (১৮ মার্চ) দুপুরে বনানীর ২৩ নম্বর রোডে অগ্নিকাণ্ডে প্রায় পুড়ে যাওয়া ২৩ নম্বর বাড়িটি পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। গ্যাস লিকেজের কারণে বিস্ফোরণে বাড়িটিতে অগ্নিকাণ্ড ঘটে। এতে অন্তত ২০ জন আহত হন।

আনিসুল হক বলেন  রাতে অগ্নিকাণ্ডের খবর শোনার সঙ্গে সঙ্গে আমি এখানে চলে আসি। ভবন থেকে মানুষজনকে নিরাপদে বের করে আনার জন্য নিজে কাজ করেছি।
Read More News

গ্যাস লিকেজে অগ্নিকাণ্ডের জন্য তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ সিটি করপোরেশনকে দায়ী করেছে।

গ্যাসের লাইন লিকেজের বিষয়ে সিটি কর্পোরেশনের কন্ডাক্টর গত বুধবার (১৬ মার্চ) তিতাসের কমপ্লেন বক্সে লিখিত অভিযোগ করেছেন। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি।

তিতাস, ওয়াসা, ডেসা ও সিটি করপোরেশনের মধ্যে সমন্বয়হীনতার অভিযোগের ব্যাপারে মেয়র বলেন সমন্বয়হীনতা রয়েছে এটা সত্য। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক করে আমরা কাজ করার চেষ্টা করছি।

তাছাড়া গ্যাস লাইন লিকেজ হলে সেটা ঠিক করার দায়িত্ব তিতাস কর্তৃপক্ষের বলেও দাবি করেন মেয়র আনিসুল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *