দেশের বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম আনুষ্ঠানিকভাবে গুগলের পার্টনার হিসেবে স্বীকৃতি পেয়েছে।বাংলাদেশি মালিকানাধীন মিডিয়াকম এই বিরল সম্মানে ভূষিত হলো। যার চারটি সূচক রয়েছে যথা ডিসপ্লে, সার্চ, ভিডিও এবং অ্যানালাইটিক্স।
গুগল পার্টনারশিপ হচ্ছে বিজ্ঞাপনী সংস্থা, ডিজিটাল পেশাজীবী কিংবা অনলাইন কনসালট্যান্টদের জন্য গুগলের একটি বিশেষ কর্মসূচি। এই পার্টনারশিপ অর্জনের ফলে মিডিয়াকম গুগলের প্রশিক্ষণ এবং গবেষণায় সরাসরি অংশ গ্রহণের সুযোগ পাবে।
ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে গুগল পার্টনারশিপ গভীর অর্থ বহন করে। অনলাইন মার্কেটিং এজেন্সি হিসেবে যারা গুগলের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে, তারাই এই স্বীকৃতি লাভ করেছে। একদিকে গ্রাহকদের সন্তুষ্টি, অন্যদিকে গুগলের মানদণ্ড অনুযায়ী কাজ করার কারণে মিডিয়াকম এই বিশেষ পার্টনারশিপের সুযোগ পেলো।
Read More News
এখন থেকে মিডিয়াকম তাদের সকল কার্যক্রমে এই ‘পার্টনারশিপ ব্যাজ’ ব্যবহার করতে পারবে।
মিডিয়াকম তাদের সকল গ্রাহক, শুভানুধ্যায়ী এবং কর্মীদের জানাতে চায় যে, কাজের ক্ষেত্রে মিডিয়াকম আরও দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দেবে এবং উৎকর্ষতার ধারা বজায় রাখবে।
CoinWan Latest Banlga Newspaper