বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সম্প্রচার স্বত্ব নিয়ে ঘুষ লেনদেন কেলেঙ্কারিতে জড়িত থাকার কথা স্বীকার করেছেন হন্ডুরাসের একজন সাবেক প্রেসিডেন্ট।
৭২ বছর বয়েসী রাফায়েল ক্যালেইয়াস, নিউইয়র্কের একটি আদালতে এই স্বীকারোক্তি দিয়েছেন।
আদালতে মি. ক্যালেইয়াস বলেছেন, তিনি জানতেন তিনি যা করছেন তা অন্যায়।
মি. ক্যালেইয়াস ১৯৯০ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত হন্ডুরাসের প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন।
তিনি সে সময় হন্ডুরান ফুটবলেরও প্রধান ছিলেন।
একটি মার্কিন তদন্তে মি. ক্যালেইয়াস সহ ৪২জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে খেলার প্রচারস্বত্ত্ব পাইয়ে দেয়ার বিনিময়ে ফিফাকে দুইশ কোটি ডলারেরও বেশী ঘুষ দেয়ার অভিযোগ আনা হয়।
বিচারে তার কুড়ি বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
Read More News
CoinWan Latest Banlga Newspaper