আরো দুই বছর আগেই বড়দের গায়ক ও সঙ্গীত পরিচালক হিসেবে অভিষেক হয়েছে তার। তারপর বেশ কিছু জনপ্রিয় গানে কাজ করেছেন তিনি। বাবা দেশবরেণ্য সুরকার রিপন খান। বড় ভাই দেশের সেরা কণ্ঠ তারকাদের একজন হৃদয় খান। বাবা-ভাইয়ের মতোই গানের ভুবনে নিজেকে মেলে ধরার প্রয়াস চালাচ্ছেন প্রত্যয় খান। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার তিনি নাম লিখালেন শিল্পের সবচেয়ে বড় মাধ্যম চলচ্চিত্রের গানে কণ্ঠ দেয়া। হাসান ফুয়াদ পরিচালিত ‘কাঁটা’ চলচ্চিত্রে প্রথম প্লেব্যাক করলেন প্রত্যায় খান। ‘কল্পনাতে’ শিরোনামে গানটিতে প্রথম এক সাথে কণ্ঠ দিয়েছেন নবাগত সঙ্গীতশিল্পী ইয়াসমিন লাবণ্য। গানের কথা ‘কল্পনাতে তোমায় ছুঁয়েছি চাঁদ তারাদের গল্প বলে’ শ্রুতিমধুর গানটি লিখেছেন জিয়াউদ্দিন আলম। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন প্রত্যায় খান নিজেই।
Read More News
CoinWan Latest Banlga Newspaper