আইজিপি একেএম শহিদুল হক বলেছেন, তথ্য প্রযুক্তিবিদ তানভীর হাসান জোহা নিখোঁজ হওয়ার কোনো তথ্য পুলিশের কাছে নেই। তবে তার পরিবারের পক্ষ থেকে পুলিশের সহযোগীতা চাওয়া হলে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। আজ শনিবার রাজধানীর মিরপুরে শহীদ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আইজিপি বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনায় ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের অ্যান্টি-মানিলন্ডারিং সংস্থাগুলোর সাথে আলোচনা করা হয়েছে। প্রয়োজনে বিদেশি গোয়েন্দা সংস্থারও সহায়তা নেয়া হবে। প্রয়োজনে সিআইডি কর্মকর্তারা বিদেশে গিয়ে তদন্ত করবে। শহিদুল হক বলেন, এর মধ্যে নিউ ইয়র্ক, ফিলিপাইন, চায়না ও শ্রীলঙ্কায় ইন্টারপোলের (আন্তর্জাতিক পুলিশ সংস্থার) মাধ্যমে বেশ কিছু তথ্য দেয়া হয়েছে। যাতে করে প্রয়োজনে বিদেশি অপরাধীদের ব্যাপারে তারা পদক্ষেপ নিতে পারে। নিউ ইয়র্ক থেকে জানানো হয়েছে, ‘বিষয়গুলো তারা দেখছেন’। প্রয়োজনে তদন্তে সংশ্লিষ্ট সিআইডির কর্মকর্তারা তদন্ত করতে ফিলিপাইন ও নিউইয়র্কে যাবেন বলে জানান তিনি।
Read More News
CoinWan Latest Banlga Newspaper