একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে আপিল বিভাগের দেওয়া চূড়ান্ত রায় প্রকাশ করা হয়েছে। আজ বিকেল ৪টার দিকে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়।
প্রধান বিচারপতির একান্ত সচিব আনিসুর রহমান এনটিভি অনলাইনকে বলেন কত পৃষ্ঠার রায় তা এখন বলা যাচ্ছে না। রায়ে নিজামীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখা হয়েছে।
Read More News
চূড়ান্ত আপিলের রায়ে তিনটি অভিযোগে নিজামীর মৃত্যুদণ্ড তিনটিতে খালাস দুটিতে যাবজ্জীবন দেওয়া হয়।
এ রায়ের বিরুদ্ধে ১৫ দিনের মধ্যে রিভিউ করা হবে বলে জানিয়েছেন আসামীপক্ষ।
নিজামীর আইনজীবী এস এম শাহজাহান এনটিভি অনলাইনকে বলেন রায় পাওয়ার পর আসামির সঙ্গে পরামার্শ করে রিভিউ আবেদন করা হবে।
গত ৬ জানুয়ারি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ সংক্ষিপ্ত রায় ঘোষণা করেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।