সকাল, দুপুর, বিকেল অথবা রাত— যখনই হোক নিজের গায়ে সজোরে চিমটি কাটছেন সানি লিওন! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি! আর এ তথ্য শেয়ার করেছেন সানি নিজেই।
সানি লিওনের হলটা কী? নিজেই নিজের গায়ে চিমটি কাটছেন কেন?
Read More News
আসলে সদ্য ‘রইস’-এ শুটিং সেরেছেন সানি। এই ছবিতে শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন নায়িকা। শুটিংয়ে হাজিরও ছিলেন বলি বাদশা। আর তাই ‘রইস’-এর আইটেম নাম্বারের শুটিং করতে করতেই নাকি নিজেই নিজের গায়ে চিমটি কেটে দেখছিলেন। বার বার ভাবছিলেন এ কোনও স্বপ্ন নয়তো! সত্যিই শাহরুখ খানের সঙ্গে শুটিং করছেন!
মেহবুব স্টুডিওতেই একটি পুরনো রেট্রো বারের সেট তৈরি করা হয়েছিল। সেখানেই চারদিন ধরে চলেছে ওই বিশেষ নাচের শুটিং। সব মিলিয়ে এখনও যেন ঘোরের মধ্যেই দিন কাটাচ্ছেন সানি লিওন।
CoinWan Latest Banlga Newspaper