পশ্চিম তীরের ইহুদি বসতি এলাকায় অনুপ্রবেশ করায় ইসরায়েলি সৈন্যরা দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন। ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ওই দুই ব্যক্তি দক্ষিণ নাবলুসের ইলি কমিউনিটিতে অনুপ্রবেশ করে।
নিহত ব্যক্তিরা এক ব্যক্তির উপর হামলা করেছে বলে জানান তিনি। এ সময় ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এ দুই হামলাকারীকে গুলি করে। এতে তারা ঘটনাস্থলেই নিহত হয়। এছাড়া সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে এক ইহুদি তাদের থামানোর চেষ্টা করতে গিয়ে একজন আহত হয়।
এএফপি’র পরিসংখ্যান অনুযায়ী অক্টোবর মাসের শুরু থেকে ইসরাইল ও ফিলিস্তিন ভূখণ্ডে সহিংসতায় ১শ’ ৮০ ফিলিস্তিনি এবং ২৮ জন ইসরাইলি নাগরিক নিহত হন। এছাড়াও সেখানে সহিংসতায় এক আমেরিকান, এক সুদানি ও একজন ইরিত্রিয়ান নাগরিক নিহত হয়। সূত্র : এএফপি।
Read More News