প্রথম ম্যাচে ভারতের সামনে দাঁড়াতেই পারেনি জাহানারারা। ৭২ রানে হেরে টি-২০ বিশ্বকাপ শুরু করে। আজ ব্যাঙ্গালুরুতে ‘বি’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে খেলতে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ ইংল্যান্ড। ‘অধিনায়ক জাহানারা বলেন, ভারতের বিপক্ষে আমাদের বোলিংটা ঠিকই ছিল। ব্যাটিংয়ে দৃঢ়তার পরিচয় দিতে পারিনি। ইংল্যান্ড অবশ্যই শক্তিশালী প্রতিপক্ষ। তারপরও আমরা ভালো করার চেষ্টা করব। প্রথম ম্যাচে বেশকিছু ভুলত্রুটি ছিল। কোচ আমাদের তা দেখিয়ে দিয়েছেন। লক্ষ্য আমাদের র্যাঙ্কিং বাড়ানো। আশা করি পরবর্তী ম্যাচগুলোতে ভুল শোধরে নিয়ে আমরা দর্শকদের আনন্দ দিতে পারব।’ বিশ্বকাপে ২০ মার্চ পাকিস্তান ও ২৪ মার্চ ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা।
Read More News
CoinWan Latest Banlga Newspaper