রাজধানীর উত্তরায় গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ হয়ে স্বামী ও দুই সন্তানকে হারানো সুমাইয়াও চলে গেলেন না ফেরার দেশে।রাজধানীর ধানমণ্ডির সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার তিনি মারা যান বলেন জানান তার স্বজনরা।
সুমাইয়ার স্বামী শাহনেওয়াজের ভাতিজা রাহাত মেহেদী সমকালকে জানান, বেলা সোয়া ৩টার পর চিকিৎসক সুমাইয়াকে মৃত ঘোষণা করেন।
গত ২৬ ফেব্রুয়ারি শুক্রবার উত্তরার ১৩ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডের ৮ নম্বর বাড়ির সপ্তম তলার একটি ফ্ল্যাটে গ্যাসলাইন বিস্ফোরণে মারাত্মক দগ্ধ হন মার্কিন দূতাবাসের প্রকৌশলী শাহনেওয়াজ, তার স্ত্রী সুমাইয়া, তাদের তিন সন্তান সারলিন, জারিফ ও জায়ান।
সকালের ওই ঘটনার পর বিকেলেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় দুই ভাই সারলিন ও জায়ান। পরের দিন শনিবার মারা যান বাবা শাহনেওয়াজ।
Read More News
ধানমণ্ডির সিটি হাসপাতালেই চিকিৎসা চলছে শাহনেওয়াজ-সুমাইয়া দম্পতির মেজো ছেলে ১১ বছর বয়সী জারিফের।
CoinWan Latest Banlga Newspaper