মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা মতিউর রহমান নিজামীকে আজ সকালে মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হয়েছে।
আজ সকালে কাশিমপুর কারাগারে এই পরোয়ানা পড়ে শোনানো হয়।
কাশিমপুর কারাগারের পার্ট-২ এর দায়িত্বরত সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক বিডী নিউজ ডট নিউজ কে জানিয়েছেন জেল কর্তৃপক্ষ প্রথমে মি: নিজামীকে মৃত্যু পরোয়ানা পড়ে শুনিয়েছেন।
এরপর মি: নিজামী নিজেও সেটি পড়ে দেখেছেন এবং তাতে স্বাক্ষর করেছে বলে জানালেন সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক।
এই মৃত্যু পরোয়ানার পর মি: নিজামী জেল কর্তৃপক্ষকে জানিয়েছেন যে তিনি এর বিরুদ্ধে রিভিউ পিটিশন দায়ের করবেন।
মি: বণিক বিবিসি বাংলাকে বলেন, “ মৃত্যু পরোয়ানা শুনে বিমর্ষ এবং চিন্তিত ছিলেন তিনি(মতিউর রহমান নিজামী)।”
১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নেতা মতিউর রহমান নিজামীকে ২০১৪ সালের অক্টোবর মাসে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
Read More News
হত্যা,গণহত্যার অভিযোগের পাশাপাশি বুদ্ধিজীবী হত্যার দায়ে জামায়াতের শীর্ষ নেতা মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
চলতি বছরের জানুয়ারি মাসে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সে দণ্ড বহাল রাখে। কয়েক দিন আগে আপিল বিভাগ তাদের রায়ের বিস্তারিত প্রকাশ করেছে।
এরপর গত রাতে কারাগারে মি: নিজামীর মৃত্যু পরোয়ানা পৌঁছায়।
CoinWan Latest Banlga Newspaper