হাতে মোমবাতি নিয়ে ২৫ মার্চের কালরাতের শহীদদের স্মরণে ‘আলোর পথযাত্রী’ হলেন হাজার হাজার জনতা। মুক্তিযুদ্ধে দেশের জন্য প্রাণ উৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার (২৫ মার্চ) দিনগত মধ্যরাতে সংসদ ভবনের দক্ষিণ চত্বরে ‘আলোর যাত্রা’ শিরোনামে অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন এসব মানুষ। গ্রামীণ ফোনের আয়োজনে এ অনুষ্ঠানে ছিলেন তরুণ প্রজন্ম, মুক্তিযোদ্ধা, কবি, সাহিত্যিক, শিল্পীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
রাত বাড়ার সঙ্গে সঙ্গে লোক সমাগম হতে থাকে মানিক মিয়া এভিনিউয়ে। রাত সাড়ে ১০টায় শামসুর রাহমানের ‘তুমি বলেছিলে’ কবিতা আবৃত্তি দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন আবৃত্তি শিল্পী শিমুল মুস্তাফা। এরপর কন্ঠশিল্পী বাপ্পা মজুমদার, পার্থ বড়ুয়া, এলিটা, কোনালসহ জনপ্রিয় সব শিল্পীরা একে একে শোনান স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সেইসব শেকল ভাঙার গান। সেসব গান যেন শ্রোতাদের ফিরিয়ে নিয়ে গিয়েছিলো একাত্তরে।
Read More News
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। আরো উপস্থিত ছিলেন- ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, গ্রামীণ ফোনের সিইও রাজিব শেঠী, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর প্রমুখ।
CoinWan Latest Banlga Newspaper