অভিনয়ের জন্য দু’টি মোরগকে তৈরি করা হয়েছিল আগেই। খোঁজ চলছিল একটি পুরনো আমলের প্রেক্ষাগৃহের। সেটিরও খোঁজ মিলল। আর তারপরই শুটিং শুরু হল ‘লাল মোরগের ঝুঁটি’র। গত মঙ্গলবার বিকেল থেকে কুষ্টিয়ার বাণী সিনেমা হলে শুরু হয়েছে এই ছবির শুটিং। এর পর কুষ্টিয়া শহরের বিভিন্ন জায়গায় চলবে শুটিং।
Read More News
এই ছবিতে মুখ্য ভূমিকায় অভনয় করছেন জয়া এহসান। তাঁর চরিত্রের নাম পদ্ম। আপাতত কলকাতায় রয়েছেন নায়িকা। এপ্রিলের শুরুতেই বাংলাদেশে ফিরে তিনি শুটিং শুরু করবেন। এ ছাড়াও লায়লা হাসান, মামুনুর রশীদ, জয়রাজ, জ্যোতিকা জ্যোতি ও দোয়েলের অভিনয় দেখবেন দর্শক।