সদ্যই টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষে বাংলাদেশ দল দেশে ফিরেছে। সামনে প্রায় পাঁচ মাস কোন আন্তর্জাতিক টুর্নামেন্ট নেই। বেশ লম্বা সময় ছুটি পাচ্ছে মাশরাফিরা। এই সময়ের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দলের শৃঙ্খলা নিয়ে নতুন করে কাজ করবে বলে জানা গেছে। বিশ্বকাপ টি-টোয়েন্টিতে দলে কোন বিশৃঙ্খলার প্রমাণ পেলে, কোন ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান। এমনকি এরই মধ্যে বেশ কয়েকটি গণমাধ্যমে কয়েকজন ক্রিকেটারের আচরণ নিয়ে অভিযোগ পাওয়া গেছে। বিশ্বকাপে বাংলাদেশ দল দারুণ শুরু করলেও শেষ ম্যাচে নিউজিল্যান্ডের সাথে বাজেভাবে হেরেছে। ক্রিকেট সংশ্লিষ্ট বিভিন্ন মহল থেকেই তাই প্রশ্ন উঠেছে, দলের মধ্যে কি তাহলে শৃঙ্খলার অভাব আছে? ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান ও দেশের সাবেক অধিনায়ক আকরাম খান বলেন, ‘এই বোর্ড আসার পর ডিসিপ্লন নিয়ে অনেক সচেতন। শৃঙ্খলার ক্ষেত্রে কোন ছাড় দেয়া হবে না।’ দলের মধ্যে ক্রিকেটার যে পর্যায়েরই হোক কাউকেই ছেড়ে কথা বলবে না কমিটি, এমনটাই জানিয়েছেন আকরাম খান।
Read More News
CoinWan Latest Banlga Newspaper