শিক্ষার্থীদের মানসিক শক্তি বাড়াতে সরকার ষষ্ঠ শ্রেণি থেকে মনোবিজ্ঞান পড়ানোর কথা চিন্তা-ভাবনা করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শুক্রবার (১৮ মার্চ) সকালে রাজধানীর বিয়াম মিলনায়তনে আন্তর্জাতিক মনোবিজ্ঞান সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতি ও দক্ষিণ এশীয় মনোবিজ্ঞানী অ্যাসোসিয়েশন যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।
শিক্ষামন্ত্রী বলেন মানুষ হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে মূল্যবোধ জাগ্রত করতে ও শিক্ষার্থীদের মানসিক শক্তি বাড়াতে মনোবিজ্ঞান খুবই গুরুত্বপূর্ণ।
Read More News
জবাবদিহিতার উপর জোর দিয়ে নাহিদ বলেন মন্ত্রীরা বেতন পায় জনগণের ট্যাক্সের টাকায়। সুতরাং তারা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য। জনগণই দেশের সব ক্ষমতার উৎস আমরা তাদের কামলা মাত্র। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে।
শিক্ষকতাকে সবচেয়ে সম্মানিত পেশা আখ্যা দিয়ে শিক্ষকদের যথাযথ সম্মান জানানোর প্রতি গুরুত্বারোপ করেন মন্ত্রী। এ সময় তিনি সরকারের উন্নয়নের বিভিন্ন তথ্য তুলে ধরেন। পাশাপাশি শিক্ষাখাতের নানা সীমাবদ্ধতার কথা উল্লেখ করেন।
CoinWan Latest Banlga Newspaper