সাগরে প্রশিক্ষিত ডলফিন নামাচ্ছে রাশিয়ার সেনাবাহিনী

রাশিয়ার সেনাবাহিনীতে যুক্ত হতে যাচ্ছে সামরিক তৎপরতায় প্রশিক্ষিত পাঁচ ডলফিন। কৃষ্ণ সাগরে রুশ নৌবহরের বিশেষ তৎপরতা চালানোর কাজে এ ডলফিন বাহিনীকে ব্যবহার করো হবে বলে মস্কো জানিয়েছে। রুশ নৌবাহিনীর জন্য সামুদ্রিক এই স্তন্যপায়ী প্রাণী সংগ্রহের জন্য ২৪ হাজার ডলারের ঠিকাদারি দেয়া হয়েছে। ক্রয়ের কাজে জড়িত রুশ সরকারি ওয়েবসাইট থেকে এ তথ্য থেকে জানা গেছে। এ বাহিনীতে থাকবে, তিনটি পুরুষ এবং দুইটি মাদী ডলফিন। রাশিয়ার কৃষ্ণ সাগর নৌবহরের প্রধান ঘাঁটি ক্রিমিয়ার বন্দরনগরী সেভাস্তোপোলে অবস্থিত। এ ঘাঁটিতেই ১ আগস্টের মধ্যে ডলফিন বাহিনীকে সরবরাহ করার কথা রয়েছে। সামরিক তৎপরতায় ডলফিন ব্যবহার নতুন কিছু নয়। শীতল যুদ্ধের সময় সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা উভয়ই ডলফিন বাহিনী ব্যবহার করেছে। বন্দর বা গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার আশপাশে ডুবোজাহাজের অবস্থান খুঁজে বের করতে ডলফিন ব্যবহার করা হয়। এ ছাড়া, সাগরে পেতে রাখা মাইন নির্ণয়েও ডলফিন বাহিনী ব্যবহার হয়ে থাকে।
Read More News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *