সোমালিয়াগামী অস্ত্রবোঝাই একটি জাহাজ আটক করেছে ফ্রান্সের নৌবাহিনী। ভারত মহাসাগরের উত্তর এলাকা থেকে ফ্রান্সের টহলদল জাহাজটি আটক করে।
জাহাজটি থেকে শত শত অ্যাসল্ট রাইফেল, মেশিন গান ও অ্যান্টি ট্যাঙ্ক অস্ত্র জব্দ করা হয়েছে। তবে জাহাজটি কোথা থেকে সেখানে এসেছিল বা কোন দেশে নিবন্ধিত তা উল্লেখ করেনি ফরাসী কর্তৃপক্ষ।
সোমালিয়ার ইসলামি জঙ্গিদের হাতে অস্ত্র পৌঁছানো ঠেকাতে জাতিসংঘের অবরোধের আওতায় জাহাজটি আটক করে ফরাসী সেনাবাহিনী। আল শাবাব জঙ্গিরা সোমালিয়ায় সক্রিয় রয়েছে।
এই মাসের শুরুর দিকে ওমানের নিকটবর্তী সাগরে অস্ত্র বোঝাই মাছ ধরার নৌকা ধাওয়া করেছিল অস্ট্রেলিয়ার নৌবাহিনী। ধারণা করা হয়, ওই নৌকাটিরও গন্তব্য ছিল সোমালিয়া। সূত্র: বিবিসি
CoinWan Latest Banlga Newspaper