আফগানিস্তানে অপহৃত ব্র্যাকের দুই কর্মকর্তাকে ফেরত পাওয়া গেছে। দুই সপ্তাহ আগে তাদের অপহরণ করা হয়েছিল।
বেসরকারি এই প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ পরিচালক আসিফ সালেহ সোমবার জানিয়েছেন, তাদের অক্ষত অবস্থায় পাওয়া গেছে।
তারা হলেন- আফগানিস্তানে ব্র্যাকের প্রধান প্রকৌশলী হাজি শওকত আলী (৫২) এবং প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলাম খান সুমন (৩৫)। আসিফ সালেহ বলেন, তারা কিছুক্ষণ আগেই ছাড়া পেয়েছেন। তারা সুস্থ আছেন, তবে শারীরিকভাবে কিছুটা দুর্বল।
ওই দুই কর্মকর্তা গত ১৭ মার্চ আফগানিস্তানের কুন্দুজ থেকে বাগলান যাওয়ার পথে অপহৃত হন। অজ্ঞাত পরিচয়ের বন্দুকধারীরা তাদের তুলে নিয়েছিল।
CoinWan Latest Banlga Newspaper