ভারতের কেরালায় মন্দিরে অনুমোদনহীন আতশবাজি বিস্ফোরণের ঘটনার তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ। ওই ঘটনায় শতাধিক ব্যক্তি নিহত ও আরও কয়েকশ জন আহত হন।
প্রায় দশ থেকে পনেরো হাজার মানুষ কোল্লাম শহরের ওই মন্দিরে আতসবাজির প্রদর্শনী দেখতে হাজির হয়েছিলেন, সে সময় বাজির মজুতে হঠাৎ আগুন ধরে যাওয়াতেই এই মর্মান্তিক অগ্নিকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
কর্মকর্তারা বলছেন নিরাপত্তাজনিত কারণে মন্দিরকে আতসবাজির অনুমোদন না দেয়া হলেও মানুষের চাপের কারণে প্রদর্শনীটি শুরু হয়েছিল।
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতোমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিস্ফোরণের পর ছড়িয়ে পড়া আগুনের শিখায় বহু মানুষ প্রাণ হারান, প্রাণ বাঁচানোর জন্য মানুষের ধাক্কাধাক্কি আর হুড়োহুড়িতেও হতাহত হন অনেকে। বিস্ফোরণের তীব্রতায় ভেঙে পড়ে মন্দির চত্বরের একটি দোতলা ভবন, যেটির চারদিকে মানুষ ভিড় করে দাঁড়িয়ে ছিলেন।
মন্দিরের দুটো গোষ্ঠী নিজেদের মধ্যে পাল্লা দিয়ে প্রতি বছরই আতসবাজি ফাটায় – কিন্তু এবারে জেলা প্রশাসন তার ওপর স্থগিতাদেশ জারি করেছিল। কিন্তু আতসবাজি তার অনেক আগে থেকেই জড়ো করা শুরু হয়ে গিয়েছিল, ফলে তা আর বন্ধ করা হয়নি।
মুখ্যমন্ত্রী ওমেন চান্ডি এই অগ্নিকান্ডের বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন ইতিমধ্যেই।