গত শুক্রবার দুপুরে নিজ রুমে খাবার না দেওয়ায় ক্যান্টিন মালিক সাহাবুদ্দীনকে মারধর করেন ছাত্রলীগ নেতা গাজী হাসিব। পরে এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্যান্টিন বন্ধ করে দেন সাহাবুদ্দীন। পরে হল প্রশাসন ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে গতকাল শনিবার দুপুরে হল ক্যান্টিন খুলে দেওয়া হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ক্যান্টিন মালিককে মারধরের ঘটনায় হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী হাসিবকে হল ছাড়ার নির্দেশ দিয়েছে হল কর্তৃপক্ষ। একইসঙ্গে যেসব ছাত্রলীগ নেতার ক্যান্টিনে বকেয়া রয়েছে তাও অতি শিগগির আদায় করা হবে বলে জানানো হয়েছে।
Read More News
আজ রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন হল প্রভোস্ট অধ্যাপক ড. জিয়া রহমান। তিনি বলেন, ওই ছাত্রের পড়াশোনা শেষ হয়েছে অনেক আগেই। তাই তাঁকে আর হলে থাকতে দেওয়া হবে না।
এ ছাড়া যাদের বকেয়া রয়েছে তার একটি লিস্ট আমাদের কাছে আছে। শিগগির তাদের ক্যান্টিনে যে বকেয়া রয়েছে তা পরিশোধ করতে বলা হবে বলে জানান ড. জিয়া রহমান।
CoinWan Latest Banlga Newspaper