বাংলাদেশি বংশোদ্ভূত পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিক মেয়েসন্তানের মা হলেন। আজ শনিবার এক টুইট বার্তায় তিনি তাঁর সন্তানের আগমনের ঘোষণা দেন। টিউলিপ বঙ্গবন্ধুর নাতনি ও শেখ রেহানার মেয়ে। টিউলিপ এরই মধ্যে তাঁর মেয়ের নামও রেখেছেন আজালিয়া জয় পার্সি।
Read More News
লন্ডনের রয়্যাল ফ্রি এনএইচএস হাসপাতালে মেয়ের মা হন টিউলিপ। তিনি হাসপাতালটির স্টাফদের প্রশংসাও করেছেন টুইটে। টুইট বার্তায় টিউলিপ বলেন, ক্রিস পার্সি আর আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের মেয়ে আজালিয়া জয় পার্সি জন্মগ্রহণ করেছে।