ভারতের বেসরকারি টিভি চ্যানেল সোমবার রাতে দাউদের ঘনিষ্ঠ সূত্র জানায় মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের অস্ত্রোপচার করে তার দুই পা কেটে ফেলতে হবে। দুই পায়ে গুরুতর আঘাত পেয়েছিলেন দাউদ। এমনিতে অস্বাভাবিক উচ্চ রক্তচাপ ও মাত্রাতিরিক্ত সুগারের সমস্যা রয়েছে তার। যার ফলে পায়ের চোট মারাত্মক আকার নিয়ে গ্যাংগ্রিনের দিকে মোড় নিয়েছে। শক্তিশালী ইঞ্জেকশনেও গ্যাংগ্রিন প্রতিরোধ করা সম্ভব হয়নি। পচন দ্রুত ছড়িয়ে পড়ায় ডনের জীবন এখন সংকটাপন্ন। চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন, দুই পা কেটে ফেলা ছাড়া আর কোনো উপায় নেই।
Read More News
দাউদের ঘনিষ্ট ছোটা শাকিল এটাকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ডন সম্পূর্ণ সুস্থ আছেন।
CoinWan Latest Banlga Newspaper