যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রযুক্তি খাতের কোম্পানি ইয়াহু ইনকরপোরেশনের ইন্টারনেটভিত্তিক মূল ব্যবসা কিনতে চায় দ্য ডেইলি মেইল। এরই মধ্যে ব্রিটিশ এই ট্যাবলয়েডের মূল কোম্পানি দ্য ডেইলি মেইল অ্যান্ড জেনারেল ট্রাস্ট পিএলসি কর্তৃপক্ষ ইয়াহুকে তাদের আগ্রহের কথা জানিয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, মূল ব্যবসা বিক্রির জন্য ১৮ এপ্রিলের মধ্যে দরপ্রস্তাব চেয়েছে ইয়াহু কর্তৃপক্ষ।
Read More News
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, ইয়াহু ইনকরপোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী মার্শিয়া মেয়ের। তিনি গত তিন বছর ইয়াহুর মূল ব্যবসার আয় ধরে রাখতে অনেকটা যুদ্ধই করেছেন। তবে কোনো লাভ হয়নি।
CoinWan Latest Banlga Newspaper