‘দো পেগ মার…।’
বন্ধুদের থেকে হয়তো এই ডাক অনেকবার শুনেছেন। কিন্তু এ বার এই ডাক দিলেন খোদ সানি লিওন। আর সে ডাকের নাকি এমনই সম্মোহনী ক্ষমতা যে আপনিও মুখ ঘুরিয়ে থাকতে পারবেন না।
আসন্ন রোমান্টিক থ্রিলার ‘ওয়ান নাইট স্ট্যান্ডস্’-এর টিজারেই ফের ব়ড়পর্দায় নিজের জাদু দেখিয়েছেন সানি লিওন। ‘দো পেগ মার’ সেই ছবিরই একটি জনপ্রিয় গান। সেখানে সানির শরীরী সম্মোহন দেখবেন দর্শক। ইউটিউবে মুক্তি পাওয়ার পরই তুমুল হিট হয়েছে গানটি। এই ছবিতে তানজু ভিরওয়ানির সঙ্গে জুটি বেঁধেছেন সানি। ছবিটি মুক্তি পাবে আগামী ২২ এপ্রিল। তার আগে এক ঝলকে দেখে নিন সেই জনপ্রিয় গানটি।
Read More News
CoinWan Latest Banlga Newspaper