শুরু হয়ে গেছে বর্ষ বরণের উৎসবের আমেজ। আর সব উৎসবেই আমরা চাই নিজেকে সুন্দর করে সাজিয়ে নিতে। কাঙ্ক্ষিত সৌন্দর্য পেতে সকলের মাঝে আকর্ষণীয় করে উপস্থাপন করে সবাইকে চমকে দিতে পহেলা বৈশাখের কিছুদিন আগে থেকেই ত্বকের যত্ন নিতে হবে।
হাতের যত্ন:
অতিরিক্ত নেইলপলিশ ব্যবহার করা ক্ষতিকর। তাই মাঝে মাঝে নখকে স্বাভাবিক অবস্থায় রাখা উচিত
সপ্তাহে অন্তত একদিন হাতে প্যাক লাগান। মুলতানি মাটি, চন্দন পাউডার ও গুড়াদুধ ১ চামচ করে নিয়ে এর সঙ্গে একটা আস্ত পাকা কলা, দু’চামচ মধু ও একটি পাতিলেবুর রস মিশিয়ে প্যাক বানিয়ে পুরো হাতে লাগান। কিছুটা শুকিয়ে গেলে ভেজা হাতে ঘষে ঘষে তুলে ফেলুন।
Read More News
পায়ের যত্ন:
প্রতিদিন গোসলের আগে তেল মেখে নিন। তারপর সাবান মেখে স্ক্র্যাবার দিয়ে পায়ের চামড়া, গোড়ালি, আঙ্গুলের কোণ ও ধারগুলো পরিষ্কার করুন। নেল ব্রাশ দিয়ে নখের চারপাশ, মাঝখানের অংশও পরিষ্কার করুন । প্রতিদিন রাতে ঘুমোবার আগে কোনো ভালো ক্রিম দিয়ে পা ম্যাসেজ করবেন। এতে পায়ের সৌন্দর্য বাড়বে।
ত্বক চর্চার:
১ পিস পাউরুটি, এক চামচ মধু, ২ চা চামচ দুধ, আধা চা চামচ কমলালেবুর রস মিশিয়ে যেখানে ব্ল্যাক ও হোয়াইট হেডস আছে সেখানে লাগিয়ে রাখুন ১০ মিনিট, শুকিয়ে গেলে পানি দিয়ে হালকা ম্যাসাজ করে ধুয়ে নিন। সপ্তাহে ৩দিন ব্যবহার করুন নিয়মিত এভাবে পরিচর্যা করলে সারা বছরই থাকতে পারবেন আকর্ষণীয় এবং ঈর্ষণীয় সুন্দর।
CoinWan Latest Banlga Newspaper