ফরিদপুরে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, দুই দল দুষ্কৃতকারীর মধ্যে বন্দুকযুদ্ধে তিনি মারা গেছেন। যিনি একাধিক মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ। সোমবার রাত দুইটার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এই ঘটনা ঘটে বলে কোতোয়ালি থানার ওসি মো. নাজিমুদ্দিন আহমেদ জানান। নিহত ব্যক্তির নাম আমজাদ শেখ (৪০)। বাড়ি কানাইপুর ইউনিয়নের ছোনপচা গ্রামে। ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. নাজিমুদ্দিন আহমেদ বলেন, লক্ষ্মীপুর গ্রামে একটি ইটভাটার পেছনে দুই দল সন্ত্রাসীর মধ্যে বন্দুকযুদ্ধ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাল্টা গুলি ছোড়ে। এর মধ্যে পড়ে আমজাদ শেখ নিহত হন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধারের দাবি করেছে পুলিশ। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, দুই দল ডাকাতের আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে গোলাগুলির এ ঘটনা ঘটেছে।
Read More News
CoinWan Latest Banlga Newspaper