রাজধানীর রূপনগরে অজ্ঞাত দুর্বৃত্তরা এসিড নিক্ষেপ করে এক গৃহবধূকে ঝলসে দিয়েছে। যদিও পুলিশ বলছে, পারিবারিক শত্রুতার জের ধরে এই এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে দুয়ারী পাড়ার টিনশেড বস্তিতে দোতলা টিনশেড একটি বাড়িতে এই ঘটনা ঘটে। দগ্ধ মাহফুজা আক্তার সুবর্ণাকে (২৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন উইনিটিতে ভর্তি করা হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, তার বাম চোখের নিচের অংশে ও পিঠে এসিডে ঝলসে গেছে।
Read More News
রূপনগর থানার ওসি শহীদ আলম জানান, এই ঘটনায় গৃহবধূর স্বামী সুরুজ আলমকে গ্রেফতার করা হয়েছে। সকাল সাতটার দিকে টিনশেড দোতলার ঘরে সুরুজ আলম তার তৃতীয় স্ত্রী মাহফুজা আক্তার সুবর্ণা ও তাদের সন্তানসহ ঘুমিয়ে ছিলেন। এ সময় অজ্ঞাত দুই দুর্বৃত্ত দরজায় কড়া নাড়লে সুরুজ গিয়ে দরজা খোলেন। পটুয়খালী গ্রামের বাড়ি থেকে এসেছে বলে ওই দুইজন মিষ্টির প্যাকেট নিয়ে ঘরে প্রবেশ করে। মিষ্টির প্যাকেট খুলে কাচের বোতল বের করে। পরে সুবর্ণাকে ছুড়ে মেরে পালিয়ে যায়। এ সময় তাকে বাঁচাতে এলে সুবর্ণার এক সন্তান, একবোন ও বোনের মেয়ের গায়ে সামান্য এসিড লাগে। সুরুজ আলম মিল্ক ভিটা ফ্যাকবটরির কর্মচারী বলে জানা গেছে।
ওসি আরো জানান, পুলিশের কাছে গৃহবধূ সুবর্ণা অভিযোগ করেছেন, এ ঘটনার পেছনে তার স্বামীর হাত থাকতে পারে। অজ্ঞাত ওই দুর্বৃত্তদের তার স্বামী পরিকল্পিত ভাবে ঘরে ঢুকিয়ে এ ঘটনা ঘটিয়েছে।