ওয়ার্ল্ড টি-টোয়েন্টির সুপার টেন থেকে ছিটকে গেছে পাকিস্তান ক্রিকেট দল। দলের এই ব্যর্থতা নিয়ে চলছিল কাটাছেড়া। টিম ম্যানেজমেন্টের রিপোর্টের পর অধিনায়ক শহীদ আফ্রিদিকে সরানোর চিন্তাভাবনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)!
শুক্রবার এমন সংবাদ প্রকাশ করে দেশটির সংবাদমাধ্যম।দলের বাজে পারফরম্যান্সে গঠিত ‘ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি’ শিগগিরই এ বিষয়ে তাদের রিপোর্ট জমা দেবে। আর সেই কমিটিই নতুন অধিনায়ক হিসেবে তারকা ক্রিকেটার সরফরাজ আহমেদের নাম প্রস্তাব করেছে।
Read More News
আরও জানা গেছে, বোর্ড প্রধান কোচ ওয়াকার ইউনুসের সঙ্গেও নিজেদের চুক্তিসীমা আর বাড়াচ্ছে না। আগামী মে মাসেই তার চুক্তি শেষ হওয়ার কথা। তার জায়গায় আকিব জাভেদকে কোচ ও মোহসিন খানকে প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দেওয়ার কথা।
CoinWan Latest Banlga Newspaper