নাজিম উদ্দিন রোড থেকে এক দিনেই সব বন্দিকে কেরানীগঞ্জের নতুন কেন্দ্রীয় কারাগারে সরিয়ে নেয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন কারা-মহাপরিদর্শক সৈয়দ ইফতেখার উদ্দিন। শুক্রবার ঢাকার কারা অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কর্মী ও তাদের সরঞ্জাম পর্যায়ক্রমে স্থানান্তর করা হলেও বন্দিদের সরানো হবে এক দিনে। আগামী রোববার কেরানীগঞ্জের নতুন কেন্দ্রীয় কারাগারের উদ্বোধন উপলক্ষে কারা অধিদপ্তর এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। কারা-মহাপরিদর্শক বলেন, কেন্দ্রীয় কারাগারে বর্তমানে আট হাজারের মতো বন্দি আছে। এর মধ্যে নারী বন্দিদের কাশিমপুর কারাগারে আর বাকিদের কেরানীগঞ্জের নতুন কারাগারে পাঠানো হবে। একদিনে এতো বন্দি স্থানান্তর করতে প্রায় ২ হাজার ৫০০ প্রিজন ভ্যান দরকার। সারাদেশের ৬৮ কারাগারের সব প্রিজনভ্যান আনলেও সেই সংখ্যা হবে না। তারপরও আমরা একদিনেই বন্দিদের স্থানান্তর করব এবং সেটি অবশ্যই ছুটির দিনে হবে। কোন তারিখে বন্দি স্থানান্তর হবে সে সিদ্ধান্ত সমম্বয় কমিটির সঙ্গে বৈঠক করে নেয়া হবে বলে ইফতেখার জানান।
Read More News
CoinWan Latest Banlga Newspaper