ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) রোববার মাঠে নামে কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচ নিয়ে অনেক আগ্রহ ছিল সাকিব-ভক্তের। কারণ এই দলেই যে খেলবেন তাদের প্রিয় ক্রিকেটার। কিন্তু হতাশ হয়েছেন তারা। কারণ দলে ছিলেন না সাবিক। তবে দল জিতেছে ঠিকই। কলকাতা নাইট রাইডার্সের ভরসা বলা হচ্ছিল সাকিবকে। দুই দিন আগে কেকেআরের অফিসিয়াল সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন সাকিব। দলের পরিকল্পনা, প্রস্তুতি সম্পর্কে জানিয়েছেন তিনিই। অথচ, উদ্বোধনী ম্যাচে দিল্লি ডেয়ার ডেভিলসের বিপক্ষেই একাদশে রাখা হয়নি সাকিব আল হাসানকে। আর এতেই মন ভাঙ্গে সাকিব আল হাসানকে খেলতে দেখার অপেক্ষায় থাকা কোটি সমর্থকদের। কোটি সমর্থকদের মতো প্রথম ম্যাচে সাকিব আল হাসানকে খেলতে দেখার অপেক্ষায় মুখিয়ে ছিলেন ভারতীয় জনপ্রিয় ক্রিকেট কমেন্টেটর হার্শা ভোগলেও। তবে শেষ পর্যন্ত একাদশে তাকে দেখতে না পাওয়ায় যোগাযোগ মাধ্যম টুইটারে সাকিবকে সমর্থন দিয়ে জানিয়েছেন তার প্রতি সমবেদনাও। সোমবার দুই দলের ম্যাচচলাকালীন সময়ে টুইটারে নিজেকে সাকিবের বড় ফ্যান দাবি করে এক টুইটে তিনি লিখেন, “সাকিবের অনেক বড় ভক্ত হিসাবে তাকে প্রতিদিনই দলে নিতাম। তবে কেকেআর হয়তো অবস্থার কথা ভালো জানে।” এদিকে প্রথম ম্যাচে কলকাতার হয়ে সাকিবকে মাঠে খেলতে দেখা না গেলেও ঘরের মাঠে কলকাতার পরবর্তী ম্যাচে ঠিকই তাকে মাঠ মাতাতে দেখা যাবে বলে আশাবাদী তার ভক্তরা। যার ফলে এখন সবার নজর মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষের ১৩ এপ্রিলের ম্যাচের দিকে।
Read More News
CoinWan Latest Banlga Newspaper