সামনে এল সালমান খানের সুলতান সিনেমার ফার্স্ট লুক। সালমান যা করেন, যা বলেন, যা পরেন সবই হিটই হয়। কিন্তু সুলতানের ফার্স্ট লুকে ব্যাপারটা একেবারে কেক ওয়াক হল না। সল্লু ফ্যানেরা উচ্ছ্বসিত হলেও রাজীব মসন্দের মত সিনে বিশেষজ্ঞরা বলছেন, সুলতানের ফার্স্ট লুক খারাপ ফটোশপের সবচেয়ে বড় প্রমাণ।
যশরাজ ফিল্মসের ব্যানারে এই ছবিতে সালমান খান বছর চল্লিশের এক কুস্তিগীরের ভূমিকায় অভিনয় করেছেন যার নাম সুলতান আলি খান। তাঁর বাড়ি হরিয়ানায়। এই ছবিটির পরিচালনা করেছেন আলি আব্বাস জাফর এবং আদিত্য চোপড়া এই ছবির প্রযোজনা করেছেন।
চলতি বছর ঈদে রিলিজ করার কথা এই সিনেমার। একই দিনে মুক্তি পেতে পারে শাহরুখ খানের রইস। মানে সলমন বনাম শাহরুখ দ্বৈরথ দেখা যেতে পারে এবারের ঈদে। যদিও কিং খান চাইছেন না একই দিনে সুলতান ও রইস রিলিজ করুক।
Read More News
আলি আব্বাস জাফর পরিচালিত এই সিনেমায় সালমানের পাশাপাশি আছেন অনুষ্কা শর্মা, রনদীপ হুডা (সুলতানের কোচ), অমিত সাদ (সুলতানের ভাই)।
CoinWan Latest Banlga Newspaper