আইফোন এসই একদম বাজার পায়নি। সেই ক্ষতি ঠেকাতে ভারতে আইফোনের দাম ২৯% পর্যন্ত বাড়িয়ে দিল অ্যাপল। এই সিদ্ধান্ত অনুযায়ী আইফোন ৬ এবং আইফোন ৬এস-র দাম ২৯% বৃদ্ধি পাবে। আইফোন ৫এস-র দাম বাড়বে ২২%।
Read More News
ভারতে ৪ ইঞ্চির এই এসই আইফোনটির দাম ৩৯ হাজার টাকা থেকে শুরু। কিন্তু বাজারে তেমন চলেনি মডেলটি। মডেলটির বিক্রি বাড়াতে প্রথম থেকেই বেশ কিছু অফারও এনেছিল অ্যাপল। কিন্তু তাতেও লাভ হয়নি। মাত্র কয়েক হাজার ইউনিট বিক্রি করা যায়। বিপুল ক্ষতি হয় অ্যাপলের। সেই ক্ষতিতে রাশ টানতেই আইফোনের দাম এক ঝটকায় এতটা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় অ্যাপল। এখন এই মার্কেট প্ল্যানিং কতটা কাজ করবে সেটাই দেখার অপেক্ষা।
 CoinWan Latest Banlga Newspaper
CoinWan Latest Banlga Newspaper