আওয়ামী লীগের হাতে দেশ আজ শান্তিতে নেই,কাদের সিদ্দিকী

শনিবার বিকেলে কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড চত্বরে নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের দাবিতে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, আওয়ামী লীগের হাতে দেশ আজ শান্তিতে নেই । এদেশে মা-বোনের ইজ্জত নেই। শিশুরা পর্যন্ত নিরাপদ নেই। কুমিল্লা তনু হত্যার দেড় মাস গড়িয়ে গলেও তার কোন কুলকিনারা হয়নি।।

তিনি বলেন, বিদ্যুতের হাহাকারে দেশের মানুষ আজ অতিষ্ট হয়ে উঠেছে।কতবার বিদ্যু যায় আসে সেটা গুনা যায় না। সারাদিন বিদ্যুৎ থাকে না আবার বিল আসার সময় এক হাজার টাকার বিল আসে ৬ হাজার টাকা। এ সমস্ত বেলকিবাজি বন্ধ করুন। আগামী ৭ দিনের মধ্যে কালিহাতীসহ সারা দেশে বিদ্যুৎ ব্যবস্থা ঠিক করতে হবে। তা নাহলে বিদ্যুতের জন্যই আন্দোলন গড়ে তুলতে নেতাকর্মীদের নিদের্শ দেন।
Read More News

কৃষক শ্রমিক জনতালীগের নেতা আব্দুল বাছেদ তালুকদারের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতিক, যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী, টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম ও কালিহাতী উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি হাসমত আলী নেতা প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *