শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে, আজ বৃহস্পতিবার ২৬ মে থেকে ৯ জুন পর্যন্ত ২০১৬-১৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৬ জুন। ১৮ থেকে ৩০ জুন পর্যন্ত ভর্তির কার্যক্রম সম্পন্ন হবে। ক্লাস শুরু হবে ১০ জুলাই। তবে বিলম্ব ফিসহ ১০ থেকে ২০ জুলাই পর্যন্ত ভর্তি হওয়া যাবে।
Read More News
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, কলেজের মাধ্যমে রেজিস্ট্রেশন ও অন্যান্য ফি বোর্ডে জমা দেওয়া যাবে ৭ থেকে ১৮ আগস্ট পর্যন্ত। ভর্তি হওয়া শিক্ষার্থীদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট ফি জমার স্লিপ বোর্ডে জমা নেওয়া হবে ২২ থেকে ৩১ আগস্ট পর্যন্ত।
চলতি বছর অনলাইনে সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করা যাবে। অনলাইনে আবেদনের জন্য শিক্ষার্থীকে ১৫০ টাকা ফি জমা দিতে হবে। পাশাপাশি এসএমএসের মাধ্যমের আবেদন করতে শিক্ষার্থীকে ১২০ টাকা ফি দিতে হবে।
অনলাইনে আবেদনের জন্য ওয়েবসাইট : www.xiclassadmission.gov.bd
CoinWan Latest Banlga Newspaper