কারিগরি শিক্ষা বোর্ড থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা সরকারি চাকরিতে মেডিকেল টেকনোলজিস্ট পদে আবেদন করতে পারবেন বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
এই বিষয়ে দায়ের করা চারটি আবেদন নিষ্পত্তি করে আজ মঙ্গলবার বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও আবু তাহের মো. সাইফুর রহমানের ডিভিশন বেঞ্চ এই রায় দেন।
রায়ে বলেন, রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের পাস করা শিক্ষার্থীরাই শুধু এই পদে আবেদন করতে পারবেন তা আইনানুযায়ী গ্রহণযোগ্য নয়। রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের পাশাপাশি কারিগরি শিক্ষা বোর্ড থেকে উত্তীর্ণরাও সম অধিকারের ভিত্তিতে সরকারি মেডিকেল টেকনোলজিস্ট পদে আবেদন করতে পারবেন। চাকরি প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হলে কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরাও এসব পদে চাকরি করতে পারবেন।
Read More News
এর আগে কেবল রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের উত্তীর্ণ শিক্ষার্থীরাই মেডিকেল টেকনোলজিস্ট পদে আবেদন করতে পারতেন।
এ বিষয়ে ব্যারিস্টার শফিক আহমেদ সাংবাদিকদের বলেন, হাইকোর্ট এই রায়ে চাকরি দরখাস্ত করার ক্ষেত্রে সমানাধিকার নিশ্চিত করতে বলেছেন। এর ফলে কারিগরি শিক্ষা বোর্ড থেকে পাস করা শিক্ষার্থীরা মেডিকেল টেকনোলজিস্ট পদে আবেদন করার সুযোগ পাবে।
CoinWan Latest Banlga Newspaper