নাগরিক অধিকার, মানবিক ইস্যু এবং জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণে বৈশ্বিক প্রভাবের জন্য সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, নরওয়ে ও আইসল্যান্ডের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। শুক্রবার হোয়াইট হাউসে তারকা-সমৃদ্ধ এক নৈশভোজে নর্ডিক দেশগুলোর গুণকীর্তন করেন ওবামা। হোয়াইট হাউসে দেশগুলোর নেতৃবৃন্দের সঙ্গে একটি শীর্ষ পর্যায়ের বৈঠকের পর সেখানে চাকচিক্যময় লাল গালিচা নৈশভোজের আয়োজন করা হয়। এর আগে ওই বৈঠকে ইউক্রেন এবং বাল্টিক অঞ্চলে মস্কোর সাম্প্রতিক সামরিক আগ্রাসনের বিরুদ্ধে ওবামা ও পাঁচটি নর্ডিক দেশের নেতারা একটি ঐকবদ্ধ ফ্রন্ট উপস্থাপন করেন। তবে এই বৈঠকটি ছিল উচ্চাকাঙ্ক্ষী পররাষ্ট্র নীতি শুরু করার চেয়ে হালকা কূটনীতি সম্পর্কিত। কেননা আগামী জানুয়ারিতে ওবামার দ্বিতীয় এবং শেষ মেয়াদের সমাপ্তি হবে। এ বছরের ৮ নভেম্বর আমেরিকানরা তাদের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিবেন।
ওবামা বলেন, ‘আমি মনে করি এটা খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটি কথোপকথন, যদিও আমি মাঝে মাঝে যেরকম অংশগ্রহণ করি, তেমনি উত্তেজনাপূর্ণ একটি বহুপাক্ষিক বৈঠক হিসেবে সেখানে সম্ভবত খুব বেশি সমঝোতার কথা রয়েছে।’
Read More News
ওবামার তারকাখচিত ওই নৈশভোজ উপলক্ষে র্যাপ গায়ক কমন, কমেডিয়ান উইল ফ্যারেল এবং অভিনেত্রী ট্রেসি ইলিস রস, কয়েকটি দেশের কূটনীতিক, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ প্রায় তিনশ’ অতিথি হোয়াইট হাউসের দক্ষিণ লনে মিলিত হন। নৈশভোজের পর উদারনৈতিক ইস্যুতে সমর্থনের জন্য পরিচিত পপতারকা ডেমি লোভাটো গান পরিবেশন করেন।
CoinWan Latest Banlga Newspaper