আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বিমানবন্দর সড়কের পাশে বিআরটিসির জোয়ারসাহারা ডিপোর ভেতরে ঢুকে পড়েন মন্ত্রী। সড়কে বাস না দিয়ে ডিপো ভর্তি করে ফেলে রাখা, পরিষ্কার না করে ডিপোতে জঞ্জাল ফেলাসহ এমন অনেক ঘটনার হাতেনাতে প্রমাণ পেয়ে জোয়ারসাহারা ডিপো ম্যানেজার নায়েব আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
কোনো প্রটোকল বা কর্মকর্তাদের গাড়ির বহর ছাড়াই মন্ত্রীর এমন প্রবেশে বেশ বিপদেই পড়ে যান জোয়ারসাহারা ডিপো সংশ্লিষ্টরা। নোংরা বাস, মেরামত যোগ্য বাসগুলো দিনের পর দিন ফেলে রাখা, অবহেলা করা, বাসে মেশিনারি জিনিস ফেলে রেখে নষ্ট করা এমন সব ঘটনা দেখে সঙ্গে সঙ্গে ম্যানেজারকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেন মন্ত্রী।
CoinWan Latest Banlga Newspaper