পাবনায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আশ্রমের সেবক নিত্যরঞ্জন পাণ্ডে (৬০) হত্যায় দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
আইএসের সংবাদ সংস্থা ‘আমাক’ এ তথ্য জানিয়েছে বলে শুক্রবার দাবি করেছে জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘সাইট’।
গতকাল ভোরে আশ্রম থেকে হাঁটতে বের হয়েছিলেন নিত্যরঞ্জন। কিছুদূর যাওয়ার পরই পাবনা মানসিক হাসপাতালের মূল গেটের রাস্তায় দুর্বৃত্তরা ঘাড়ে-মাথায় এলোপাতাড়ি কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে ফেলে রেখে যায়। নিত্যরঞ্জনের বাড়ি গোপালগঞ্জ জেলার সদর থানার আড়োয়াকংসু গ্রামে। তিনি প্রায় ৪০ বছর ধরে ঠাকুর অনুকূল চন্দ্র সত্সঙ্গ আশ্রমের সেবায়েত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
হত্যাকাণ্ডের প্রতিবাদে ও ঘাতকদের গ্রেফতার দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং পূজা উদ্যাপন পরিষদ। অন্যথায় দেশব্যাপী কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জানিয়েছে তারা।
CoinWan Latest Banlga Newspaper