আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সোমবার সকাল ৭টা থেকে টিকিট বিক্রি শুরু হয়। রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ছাড়াও কল্যাণপুর, টেকনিক্যাল, শ্যামলী, কলেজ গেটসহ বিভিন্ন স্থানের কাউন্টারে টিকিট বিক্রি হচ্ছে। প্রথম দিন ভোর থেকে গাবতলীতে দেখা যায় টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইন। টিকিট নিতে আসা অধিকাংশরাই জানান, ৩০ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে টিকিট কিনতে বেশি আগ্রহী। এসআর ট্রাভেলস, হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন ও সোহাগ পরিবহন কাউন্টারের সামনে ছিল অধিকাংশ যাত্রীদের। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়ার পর গত তিন দিন বাস মালিকরা টিকিট বিক্রির প্রস্তুতি নেন। হানিফ, শ্যামলী, ঈগল, সাকুরা, নিরালাসহ বিভিন্ন পরিবহনের কাউন্টারে গতকাল রবিবার কাউন্টার মাস্টার ও অন্যান্য কর্মীদের প্রস্তুতি নিতে দেখা গেছে। ওই সমিতির নিয়ন্ত্রণাধীন বাস মালিকরা কাউন্টারের সামনে ভাড়ার তালিকা ও টিকিট বিক্রির বিজ্ঞপ্তি টাঙিয়েছে।
Read More News
CoinWan Latest Banlga Newspaper