বয়স তো বাড়বেই। তবে কিছু বিষয় রয়েছে যেগুলো করলে কম বয়সেও বেশি বয়স্ক দেখায়। অনেককে দেখবেন বয়স হয়তো চল্লিশ, তবে দেখে মনে হবে ২৫ বা ৩০ বছর বয়স। আবার অনেকের বয়স হয়তো ২৫, দেখে মনে হবে ৩৫ কিংবা ৪০। পরিবেশ, জীবনযাপনের অভ্যাস, খাদ্যাভ্যাস এগুলোর ওপরও বয়স অনেকটা নির্ভর করে।
কম বয়সেও বেশি বয়স্ক দেখার নানা কারন সমুহ নিম্নরুপ:-
• ধূমপান সম্পূর্ণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটি অকাল বার্ধক্য তৈরি করে।এতে বয়স বেশি দেখায়।
• অতিরিক্ত মদ্যপানও একটি বড় কারণ বয়স বেশি লাগার।
• দিনে সাত থেকে আট ঘণ্টা ঘুম সুস্বাস্থ্যের জন্য জরুরি। কম ঘুম ত্বকের ক্ষতি করে। এতে বয়স বেশি লাগে।
• মিষ্টি জাতীয় খাবার বেশি খাওয়াও এই সমস্যার একটি কারণ।
• মানসিক চাপ থাকলে অল্প বয়সেই বেশি বয়স্ক লাগে। মানসিক চাপ নিয়ন্ত্রণে ধ্যান বা যোগব্যায়াম করুন।
• ত্বকের যত্ন না নেওয়াও সঠিক সময়ের আগে বয়স্ক দেখানোর একটি বড় কারণ।
• চিপস জাতীয় খাবার বেশি খাওয়া।
Read Our Latest News
জীবন যাপনে এসব অভ্যাসের পরির্বতন করলে এবং সঠিক খাদ্যাভ্যাস মেনে চললে তারুণ্য ধরে রাখা সম্ভব।
CoinWan Latest Banlga Newspaper