পাচার হওয়া তিন বাংলাদেশী তরুণীকে গত শুক্রবার উদ্ধার করা হয়েছে। কলকাতার যৌনপল্লী হিসেবে পরিচিত নীলমণি মিত্র স্ট্রীটের একটি বাড়ি থেকে কলকাতা পুলিশের ইমল্যাল ট্রাফিকের গোয়েন্দারা অভিযান চালিয়ে নারী ও পুরুষ দুই দালালকে আটক করে। পরে উদ্ধার করা হয় বাংলাদেশী তরুণীদের।
পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন আগেই এই তিনজনকে ভাল কাজের প্রলোভন দেখিয়ে কলকাতায় নিয়ে আসা হয়েছিল যৌনপল্লীতে বিক্রি করে দেবার উদ্দ্যেশ্যেই এদের আনা হয়েছিল বলে ওই দুই দালাল পুলিশি জেরায় স্বীকার করেছে।
গোয়েন্দারা গোপন সূত্রে এ খবর পেয়েই বুধবার রাতে অভিযান চালিয়েছিল। আটক তিন বাংলাদেশী তরুণীকে হোমে পাঠানো হয়েছে।